কানপুরের গ্রিন পার্কে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ ছিল ভারতের ক্রিকেট ইতিহাসের এক অন্যতম অধ্যায়। কারণটা অবশ্যই ৫০০ তম টেস্ট ম্যাচ খেলা। আর সেই ঐতিহাসিক টেস্টকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের ক্রিকেট ভক্তদের জন্য আয়োজন করেছিল একটি অনলাইন ভোটিংয়ের। কিসের ভোট? শর্ত ছিল ভারতের স্বপ্নের টেস্ট টিম গড়ার। যেখানে ভক্তদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে নিতে হবে ভারতের সর্বকালের সেরা ১২ জন টেস্ট খেলোয়াড়কে। যাঁদের নিয়ে দেশের স্বপ্নের ১২ জনের টেস্ট দল তৈরি হবে। তারই ফলাফল ঘোষণা হল সোমবার।
যেখানে সবাইকে অবাক করে জায়গা হয়নি ভারতের অন্যতম সফল টেস্ট ক্যাপ্টেন ও ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জায়গা পাননি বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিও। বরং সকলকে কিছুটা অবাক করেই ভক্তদের ভোটে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন যুবরাজ সিং! তবে ১২ নম্বর খেলোয়াড় হিসাবে। অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। আশির দশকের দল থেকে জায়গা পেয়েছেন সুনীল গাভাস্কার ও কপিল দেব। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রাহুল দ্রাবিড়। দল হয়েছে এরকম – সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহওয়াগ, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, জাহির খান, রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিং।