সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে অন্য পরিকল্পনা ফ্যানক্লাবের
করোনা পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালন ধুমধাম করে সম্ভব নয়। তাই অন্য পরিকল্পনা করল তাঁর ফ্যানক্লাব।
কলকাতা : মহারাজের দরবারে। এটাই নাম ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানক্লাবের। ক্লাবের সদস্য সংখ্যা ১০ হাজারের ওপর। প্রতি বছরই সৌরভের জন্মদিন ৮ জুলাই তারা ধুমধাম করে পালন করে। কেক কাটে। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে কেক ও মিষ্টি। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সেসব সম্ভব নয়। তাই এক অভিনব উদ্যোগ নিল সংগঠন।
বুধবার তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন পালন করবে ঠিকই, তবে একটু অন্যভাবে। তারা সৌরভের মুখের ছবি দেওয়া মাস্ক তৈরি করেছে। তৈরি করেছে সৌরভের লর্ডসে টেস্ট ডেবিউ-এর ছবি ও তার পাশে সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে ছবি। এই ২টি জিনিস ফ্যানক্লাব বিলি করবে। তাঁদের হাতে তুলে দেবে মাস্ক যাঁদের মাস্ক কেনার সামর্থ্য নেই।
সংগঠনের তরফে এও জানানো হয়েছে যে তারা সৌরভের জন্মদিনে বুধবার সৌরভের বেহালার বাড়ি গিয়ে তাঁর হাতে মাস্ক ও ছবি তুলে দিয়ে আসবে। এটাই হবে জন্মদিনের উপহার। এছাড়া তারা ওই মাস্ক তাদের তৈরির খরচ অর্থাৎ ৫০ টাকায় বিক্রি করবে। যাঁরা ইচ্ছুক তাঁরা ওই মাস্ক কিনতে পারবেন। সংগঠন স্থির করেছে সৌরভের ৪৮ তম জন্মদিনে তারা ৪৮টি দরিদ্র পরিবারকে খাওয়াবে। এটাই হবে তাদের মহারাজকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা।