ছেলের ফোনেই কোচ রাহুল দ্রাবিড়, গুগলি সৌরভ গঙ্গোপাধ্যায়ের
রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পিছনে কি কারণ তা ফাঁস করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসির ছলেই কথাগুলো বলেন তিনি।
রবি শাস্ত্রীর হাত থেকে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। দলের সঙ্গে যোগও দিয়েছেন তিনি। কেন বিসিসিআই রাহুলকে কোচিংয়ের দায়িত্ব দিল?
দুবাইতে চলা একটি বইমেলায় উপস্থিত হয়ে এর কারণ জানালেন বিসিসিআই সভাপতি তথা রাহুল দ্রাবিড়ের দীর্ঘদিনের সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ জানিয়েছেন রাহুলের ভারতীয় দলের কোচ হওয়ার পিছনে রয়েছে তাঁর ছেলে। রাহুলের ছেলের ফোন এর জন্য দায়ী।
সৌরভ মজার ছলেই বলেন, রাহুলের ছেলে তাঁকে ফোন করেছিল। ফোনে সে জানায় তার বাবা রাহুল দ্রাবিড় বাড়িতে খুবই কড়া। বাড়িতে তাকে সবসময় শাসনে রাখেন। তাই তাঁকে বাড়ি থেকে দূরে রাখলেই ভাল হয়।
রাহুলের ছেলের এই অনুরোধ শোনার পর সৌরভ স্থির করেন তাহলে রাহুলই হবেন ভারতীয় দলের পরবর্তী কোচ। যাতে তিনি বাড়ি থেকে দূরে থাকতে পারেন। ছেলে বাবার কড়া শাসন থেকে মুক্তি পায়।
পুরোটাই মজার ছলে বললেও সৌরভ এও জানিয়েছেন যে তিনি এবং রাহুল দ্রাবিড় সমসাময়িক। দুজনে একসঙ্গে দীর্ঘদিন ধরে খেলেছেন। এখনও তাঁদের বন্ধুত্ব অটুট। এই পরিস্থিতিতে রাহুলের সঙ্গে কোচিং নিয়ে কথা বলতেও তাঁর সুবিধা হবে।
প্রসঙ্গত অনেক টালবাহানার পর রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করা হয়েছে। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব এতদিন রাহুল সামাল দেওয়ার পর এবার অ্যাকাডেমির কোচ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা