Entertainment

সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে, জানা গেল নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের ওপর তৈরি বায়োপিকে সৌরভের চরিত্রে কে অভিনয় করছেন সেই নাম সামনে এল। বলিউডের প্রথমসারির নায়কই হচ্ছেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা তৈরি যে হচ্ছে তা তো সকলের জানা। যেটা নিয়ে রণবীর কাপুর থেকে নানা বলিউড তারকার নাম সামনে এসেছে সেটা হল কে সৌরভের চরিত্রে অভিনয় করবেন? কিছুতেই সেই নামটা স্থির হচ্ছিল না।

অবশেষে সেটা হল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে পর্দায় কে অভিনয় করবেন তা পরিস্কার হয়ে গেল। আর তিনি বলিউডের প্রথমসারির নায়কদেরই একজন। যাঁর অভিনয় ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে। তবে কোনও ক্রীড়া প্রতিভার চরিত্রে এটাই তাঁর প্রথম অভিনয় হতে চলেছে।


সৌরভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন বলিউড তারকা রাজকুমার রাও সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। কবে এই সিনেমা পর্দায় দেখতে পাবেন দর্শকরা? সেটা হতে হতে আরও ১ বছর লাগবে বলেই মনে করছেন বাংলার মহারাজ। কারণ ডেট পাওয়া নিয়ে কিছু সমস্যা রয়েছে।

Rajkummar Rao
ফাইল : রাজকুমার রাও, ছবি – আইএএনএস

সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর জীবনে ১১৩টি টেস্ট ও ৩১১টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। সবধরনের ক্রিকেট ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রান রয়েছে ১৮ হাজার ৫৭৫।


দীর্ঘদিন ভারতের অধিনায়ক হিসাবে থেকেছেন। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালেও ভারতের অধিনায়কত্ব করেছেন সৌরভ।

২০০৮ সালে ক্রিকেটকে চিরবিদায় জানান সৌরভ। পরবর্তীকালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদেও বসেছেন। তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। যে সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায় হিসাবে দেখতে পাওয়া যাবে রাজকুমার রাওকে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button