ভারতীয় ক্রিকেটে এখন নতুন ফ্যাশন, স্বার্থের সংঘাত, খবরে টিকে থাকার সবচেয়ে ভাল উপায়, ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুন, বিসিসিআই এথিক্স আধিকারিকের কাছ থেকে স্বার্থের সংঘাতের নোটিস পেলেন দ্রাবিড়। ট্যুইট করে এই ভাষাতেই বিসিসিআই-কে আক্রমণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে একই সমস্যার শিকার হয়েছিলেন তিনি। তাই এবার সতীর্থকে চিঠি ধরানোয় পুরনো রাগ উগরে দিলেন সৌরভ।
বিসিসিআইয়ের ওমবুডজমান কাম এথিক্স কমিটির আধিকারিক প্রাক্তন বিচারপতি ডিকে জৈন দ্রাবিড়কে একটি চিঠি পাঠিয়েছেন। মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক আজীবন সদস্য সঞ্জীব গুপ্তার অভিযোগক্রমে চিঠি পাঠান ডিকে জৈন। অভিযোগপত্রে সঞ্জীব গুপ্তা জানিয়েছিলেন রাহুল দ্রাবিড় একাধারে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি-র প্রধান। আবার তিনি ইন্ডিয়া সিমেন্টের ভাইস-প্রেসিডেন্ট। সেই ইন্ডিয়া সিমেন্ট যারা চেন্নাই সুপার কিংসের মালিক। এভাবে ২টি সংস্থায় একসঙ্গে থাকা নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জীব গুপ্তা।
দ্রাবিড়ের বিরুদ্ধে অভিযোগকারী সঞ্জীব গুপ্তা আগেও ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। যে তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ। এভাবে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটারদের স্বার্থের সংঘাতের চিঠি পাঠানো উচিত নয় বলে দাবি করেছেন হরভজন সিংও। তিনিও ট্যুইট করে বিসিসিআই-এর এই আচরণের বিরোধিতা করেন। এদিকে যা খবর তাতে দ্রাবিড় হয়তো ইন্ডিয়া সিমেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা