তিনি কী ভারতীয় দলের কোচ হতে চান? প্রশ্নটা যে নতুন করে শুনলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এমনটা নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে এ প্রশ্ন আগেও এসেছে। এবার প্রশ্নের উত্তরে তিনি জানালেন, একজন কোচ আগে শেষ করুন। তারপর অন্য কোচ নিয়ে ভাবা যাবে। উত্তর দেওয়ার সময় তাঁর মুখ জুড়ে ছিল হাসি। যাকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তবে সৌরভ পাশাপাশি জানিয়েছেন তিনি যে এখন কোচ নন তেমনটা নয়। তিনি আইপিএল-এর দল দিল্লি ক্যাপিটালস-এর কোচ। গতবারই তিনি প্রথমবার ওই দলের কোচ হয়েছেন। আর হয়েই দলকে তালিকার শেষ দল থেকে টেনে তুলেছেন প্রথম চারে।
টাটা স্টিল কলকাতা ২৫কে ম্যারাথনের দিন ঘোষণায় হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিই ছিলেন অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ। সৌরভ জানান তাঁর চোখে বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান এখন বিরাট কোহলি। যদিও অ্যাসেজ সিরিজে দুরন্ত ব্যাটিং করে আইসিসি টেস্ট প্লেয়ার ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ। বিরাট কোহলি নেমে গেছেন ২ নম্বরে। তবে সৌরভের চোখে এখনও সেরার নামটা বিরাটই। পাশাপাশি তিনি জানান স্মিথের কথা তাঁর রেকর্ডই বলে দিচ্ছে।
আগামী ১৫ ডিসেম্বর হবে টাটা স্টিল কলকাতা ২৫কে ম্যারাথন। ৫টি ক্যাটাগরিতে ম্যারাথন হবে। ২৫কে রান, ওপেন ১০কে, আনন্দ রান (৫কিমি), সিনিয়র সিটিজেনস রান (২.৩ কিমি) এবং চ্যাম্পিয়নস উইথ ডিসেবিলিটি (২.৩কিমি)। এই ৫ ক্যাটাগরি মিলিয়ে মোট ১৫ হাজার প্রতিযোগী ছুটবেন। সকাল ৭টায় শুরু হবে দৌড়। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস এবার এই দৌড়কে সিলভার লেভেলে উন্নীত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা