কথায় বলে দুমুখো সাপ যারা হয়, সাধারণত তাদের এড়িয়ে চলাই শ্রেয়। কিন্তু দুমুখো হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার এক বেড়াল ছানাকে কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না আপনি। শুনে অবাক লাগলেও দুমুখো এক বেড়ালের হদিশ সত্যি মিলেছে। তার ঘর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সদ্যোজাত চোখ না ফোটা সেই বেড়াল ছানার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়।
গত ১২ ডিসেম্বর ভূমিষ্ঠ হয় ‘বেটি বি’ নামের অদ্ভুতদর্শন বেড়ালটি। দেখা যায়, তার দু জোড়া চোখ, এক জোড়া করে নাক, মুখ আর কান। ডাক্তারি পরিভাষায় এই ধরণের ঘটনাকে বলা হয় ‘ক্রেনিয়োফেসিয়াল ডুপ্লিকেশন’। যেখানে মাতৃজঠরে থাকা দুটি আলাদা ভ্রূণ এক হয়ে গিয়ে একক ভ্রূণে পরিণত হয়। যার জেরে একই শরীরে দুটি মুখ নিয়ে জন্ম হয়েছে মিষ্টি বেটির।
কালো-ধূসর রঙের স্বভাবে শান্ত লোমশ ছানাটির দেখাশোনায় অবশ্য ত্রুটি রাখছেন না তার পালিকা মা। এর মধ্যে জনপ্রিয়তায় সোশ্যাল মিডিয়া তারকাদের হার মানিয়েছে আদুরে বেটি। তার রকমসকম দেখতে ফেসবুকে অনুরাগীর সংখ্যা এর মধ্যেই ছাড়িয়ে গেছে ৫০ হাজারের কোঠা।