ল্যাপটপ চুরি করে ক্ষমা চেয়ে ইমেল করল চোর, সঙ্গে পাঠাল আরও কিছু
আগের দিন একজনের ল্যাপটপটি চুরি করেছিল সে। পরদিন সেই চোরের কাছ থেকে ইমেল পেয়ে হতবাক হয়ে গেলেন যাঁর ল্যাপটপ চুরি গিয়েছিল সেই ব্যক্তি।
ল্যাপটপটা যে কখন চুরি হয়ে গেছে বুঝতে পারেননি ওই ব্যক্তি। পরে যখন বুঝলেন যে সঙ্গে থাকা ল্যাপটপ আর তাঁর সঙ্গে নেই তখন অনেক দেরি হয়ে গেছে।
কোথায় তিনি খুঁজবেন তাঁর ল্যাপটপ? মুষড়ে পড়েন ওই ব্যক্তি। ল্যাপটপ হারানোর যন্ত্রণা তো ছিলই, সেইসঙ্গে অনেক দরকারি তথ্য ছিল ল্যাপটপে। সেগুলিও ল্যাপটপের সঙ্গই হারিয়ে গেল। যা ভেবে কার্যত তাঁর রাতের ঘুম উড়ে যায়।
এদিকে ল্যাপটপ চুরি যাওয়ার পর একদিন কেটে গেছে। আচমকা তিনি একটি ইমেল পান। ইমেলটি খুলে অবাক হয়ে যান তিনি।
ল্যাপটপ চোর নিজেই ইমেল করেছে! জানিয়েছে, টাকার খুব দরকার ছিল। তাই ল্যাপটপটা চুরি করেছে। কিছু যেন মনে না করেন। সেইসঙ্গে এটাও জানিয়েছে যে ল্যাপটপে থাকা তাঁর গবেষণা সংক্রান্ত তথ্য সে অ্যাটাচ করে দিয়েছে।
যদি ওই ব্যক্তির মনে হয় যে তাঁর ল্যাপটপে আরও এমন কিছু তথ্য রাখা আছে যা অত্যন্ত জরুরি তাহলে ওই চোরকে জানাতে হবে। সেজন্য সময়ও বেঁধে দেয় সে।
তারমধ্যে জানালে সে ওই প্রয়োজনীয় তথ্যও পাঠিয়ে দেবে। ল্যাপটপ চোরের এই চমকে দেওয়া ইমেলটি ট্যুইট করেন ওই ব্যক্তি।