World

এমন কুল কেউ দেখেননি, বিশ্বে এই প্রথম

বরই হল এমন এক ফল যা আদপে একধরনের কুল। সেই কুল তো প্রায় সকলেই দেখেছেন। কিন্তু এমন কুল কেউ দেখেননি। বিশ্বে এমন কুল এই প্রথম জন্মাল।

বরই ফল ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয়। অনেকেই বরই বা কুল খেতে পছন্দ করেন। কুলের চেহারা কেমন হয় তার সম্বন্ধে একটা ধারনা সকলেরই আছে। বরই কুল তেমনই চেহারার হয়।

কুলের চেহারা বলে দেয় খুব বড় হলেও তার ওজন কত হতে পারে। আর সে সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। কুল কিন্তু নানা প্রকার হয়।


বিশ্বের নানা প্রান্তে নানা চেহারার কুল দেখতে পাওয়া যায়। তাদের রং রূপ সবই আলাদা হয়। এমনই হল দক্ষিণ আফ্রিকার লালচে মেরুন রংয়ের বরই।

এই কুল চেহারায় একটু বড়ই হয়। কিন্তু তা যে প্রায় আধ কিলো ওজনের হতে পারেনা তা সকলেই এক কথায় মেনে নেবেন। দক্ষিণ আফ্রিকায় কিন্তু একটি বরই কুল ফলেছে যার ওজন ৪৬২ গ্রাম।


সাড়ে ৪৫০ গ্রামও যদি তার ওজন ধরে নেওয়া হয় তাহলেও এমন কুল কেউ কখনও দেখেননি। এর আগে জাপানে পাওয়া গিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় বরই ফল। কিন্তু সে রেকর্ডও হেলায় তছনছ করে দিয়েছে এমন এক দানবীয় বরই কুল।

যদিও যাঁর খামারে এই কুলটি হয়েছে তিনি দাবি করেছেন কুল বড় করার জন্য কোনও বিশেষ পদ্ধতি তিনি ব্যবহার করেননি। যেমন গাছে সার দেওয়ার দিয়েছেন। তাতেই স্বাভাবিকভাবে এমন আজব এক চেহারার কুল জন্ম নিয়েছে তাঁর খামারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button