অ্যালার্মে বাড়িতে ছুটে এসে বিস্ময়কর অভিজ্ঞতা সুরক্ষাকর্মীদের
বাড়িতে কোনও সমস্যা হলে সুরক্ষাকর্মীরা তো ছুটে আসেন। তেমনই ব্যবস্থা। অ্যালার্ম শুনে তাই দেরি করেননি তাঁরা। কিন্তু বাড়ি পৌঁছে হল বিরল অভিজ্ঞতা।
একটি বাড়ি থেকে একাধিকবার অ্যালার্ম বাজানো হচ্ছে। তাও আবার ঘন ঘন। এটা দেখার পর সেখানে ছুটে আসেন সুরক্ষা সংস্থার কর্মীরা। তাঁরা দ্রুততার সঙ্গে পৌঁছন। কারণ এতবার অ্যালার্ম বাজছে মানে নিশ্চয়ই বড় কিছু ঘটেছে ওই বাড়িতে।
তাঁরা এসে বাড়িতে কড়া নাড়েন। বেরিয়ে আসেন গৃহকর্তা। কি হয়েছে জানতে চাওয়ায় সুরক্ষাকর্মীদের তিনি যা জানান তাতে রীতিমত হতবাক হয়ে যান সুরক্ষাকর্মীরা।
দক্ষিণ আফ্রিকার নর্থডেল শহরে বড়দিনের ঠিক পরদিন এই ঘটনা ঘটেছে। এখানে সুরক্ষাকর্মীদের সংস্থা রয়েছে। বিভিন্ন বাড়ির সঙ্গে এই সুরক্ষাকর্মী সংস্থার যোগাযোগ রয়েছে। বাড়িতে সমস্যা হলে একটি রিমোট থাকে। তা বাজালে সুরক্ষাকর্মী সংস্থার অফিসে বার্তা পৌঁছয়।
সেই অ্যালার্ম পেলেই তাঁদের কর্মীরা সাহায্য করতে বাড়িতে পৌঁছে যান। কিন্তু যখন ওই বাড়িতে তাঁরা পৌঁছন তখন গৃহকর্তা তাঁদের জানান বাড়িতে কিছুই হয়নি। তাহলে এতবার অ্যালার্ম কেন?
তিনি জানান বাড়িতে একটি বাঁদর ঢুকেছিল। সে ওই প্যানিক অ্যালার্মের রিমোটটা নিয়ে চম্পট দিয়েছে। তাকে ধরা যায়নি। তার কাছ থেকে রিমোটটি উদ্ধারও করা সম্ভব নয়।
এদিকে সে বাঁদর সেটি চুরি করে খুশিমতো প্যানিক অ্যালার্ম বাজাতে থাকে। ফলে সুরক্ষাকর্মীদের অফিসে সেই অ্যালার্ম পৌঁছতে থাকে ঘন ঘন। এই পুরো ঘটনার কথা ওই সুরক্ষা সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে।