গভীর গহন জঙ্গলে নানা হিংস্র জীবজন্তুর সঙ্গে বহু গণ্ডারের বাস। সেই গণ্ডারের শিং বহুমূল্য। এশিয়ার বাজারে তার কদর বিশাল। ফলে দামও মেলে যথেষ্ট। সেই শিং চুরি করতে গণ্ডার শিকার তাই বেড়েই চলেছিল। অবশ্যই লুকিয়ে চুরিয়ে। অভয়ারণ্যে শিকার নিষেধ। তেমনই লুকিয়ে গণ্ডার মেরে তার শিং চুরি করতে ঢুকেছিল একদল চোরাশিকারি। সেই চোরাশিকারিরাই ফিরে এল আতঙ্ক নিয়ে। দলের একজনের বাড়িতে গিয়ে তারা জানিয়ে দেয় ওই ব্যক্তি জঙ্গলেই হাতির পাল্লায় পড়ে। হাতি তাকে পিষে মেরে দেয়।
এই খবর পাওয়ার পরই শোকস্তব্ধ পরিবার জঙ্গল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তারা খোঁজ শুরু করে। দেহ কোথায়? ২ দিন টানা খোঁজার পর জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির করোটি। সঙ্গে তার প্যান্ট। বাকি দেহ ভ্যানিস। মনে করা হচ্ছে হাতি পিষে মারার পর ওই ব্যক্তির দেহ বেশ যুত করে চেটেপুটে খেয়ে ফেলেছে ক্ষুধার্ত সিংহ। অন্তত চারপাশের চিহ্ন দেখে তেমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রগার ন্যাশনাল পার্কে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তারা বারবার সতর্ক করেছে এই জঙ্গলে লুকিয়ে ঢোকা বা পায়ে হেঁটে ঘোরা ভীষণই ঝুঁকির। পদে পদে বিপদ। হিংস্র জানোয়ার ভর্তি। তবু এখানে লুকিয়ে চোরাশিকারিরা ঢোকে। যার ফল মারাত্মক হতে পারে। আর হতে যে পারে তা তো এই ঘটনা থেকেই পরিস্কার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)