প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন। মুষলধারার বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা সমুদ্রের তীরবর্তী সাজানো দেশটার। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫১ জনের। প্রবল বর্ষণের জেরে বিস্তীর্ণ এলাকায় ভূস্খলনের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
দক্ষিণ আফ্রিকার ডারবান সংলগ্ন একাধিক শহর ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। কোয়াজ়ুলু-নাটাল অঞ্চলের বৃহত্তম শহর ডারবান। সেই বিখ্যাত শহর ও তার আশপাশের অন্যান্য বহু শহর দুর্যোগের কবলে। দক্ষিণ আফ্রিকার সরকারি মুখপাত্র লেনক্স মাবাসো একটি বিদেশি সংবাদমাধ্যমকে এমনই তথ্য দিয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমানজ়িমটোটি, চ্যাটসওয়ার্থ ও মারিয়ানহিল এলাকাগুলিতে, এমনই জানিয়েছেন মাবাসো। বহু বাড়ি প্রবল জলের তোড়ে ও ভূস্খলনে ভেঙে পড়ছে। গৃহহীনদের জন্যে অস্থায়ী বাসস্থানের বন্দোবস্ত করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। অস্থায়ী শিবিরগুলিতে অন্তত হাজার খানেক মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকারি সংবাদসংস্থা।
ঘটনার ভয়াবহতায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা মিশরে চলা আফ্রিকান ইউনিয়নের শীর্ষসম্মেলন ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরে আসেন। তিনি বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন বলেও ট্যুইট করে জানান। বিপর্যস্ত এলাকাগুলির অধিবাসীদের কাছে তিনি এই সময় সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)