হাতির পাল্লায় সাফারির জিপ, আতঙ্কে জঙ্গলের মধ্যে ছুটলেন পর্যটকেরা
অনেক অভয়ারণ্যেই পর্যটকদের ঘোরানোর বন্দোবস্ত থাকে। জিপে করে তাঁদের জঙ্গল ও সেখানকার প্রাণিদের ঘুরিয়ে দেখানো হয়। এবার সেই সাফারি জিপ পড়ল হাতির পাল্লায়।
ঝলমলে দিনে জঙ্গলে জিপে করে সাফারি করতে বার হয়েছিলেন পর্যটকেরা। সঙ্গে ছিলেন গাইডও। বেশ চলছিল জঙ্গল সাফারি। এভাবেই একসময় জিপটি পৌঁছে যায় একটি কাঁচা পথ ধরে হাতির পালের কাছাকাছি।
পর্যটকরা তো বেজায় খুশি। সামনে হাতির পাল দেখতে পেয়ে ছবিও তোলেন তাঁরা। কিন্তু সেই সময়ই ঘটে যায় বিপত্তি। জঙ্গলের ধার থেকে আচমকা বেরিয়ে আসে একটি বিশাল দাঁতাল হাতি।
সেটি যে রেগে আছে তা তার শরীরী ভাষা থেকেই স্পষ্ট হচ্ছিল। সেটি আওয়াজ করতে করতে এগিয়ে আসে জিপটির দিকে। তখন আর কিছু করার নেই। জিপটির পিছু হঠারও উপায় নেই।
দাঁতালটি ক্রমশ ধাক্কা মারতে থাকে জিপটিতে। শুঁড় দিয়ে ঠেলতে ঠেলতে জিপটিকে নিয়ে যেতে থাকে। জিপে থাকা পর্যটকরা প্রাণভয়ে চিৎকার করতে থাকেন। কিন্তু হাতি তখন রেগে আগুন।
এক সময় জিপটিকে উল্টে দেয় হাতিটি। সে সময় পিছনেই এসে দাঁড়ায় অন্য একটি সাফারি জিপ। উল্টে যাওয়া জিপ থেকে নেমে বা উল্টে পড়ে পর্যটকরা তখন রুদ্ধশ্বাসে ছুটছেন। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারছেন ছুটছেন। এই ঘটনায় জিপটি ভেঙে চুড়ে গেলেও পর্যটকদের রক্ষা করা সম্ভব হয়।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, হাতিদের মিলনের সময় পুরুষ হাতিরা এমন রাগী অবস্থায় থাকে। তখন তারা যে কোনও পদক্ষেপ করতে পারে।
যে হাতির পালটিকে দেখে সাফারি জিপটি দাঁড়িয়েছিল সেটি আসলে ছিল হাতিদের মিলনের দল। যারা সে সময় নিরিবিলিতে একান্তে থাকতে চাইছিল।