বেড়ালের পাকস্থলী থেকে যা বেরিয়ে এল তাতে বিস্ময়ে বাকরুদ্ধ চিকিৎসকেরা
একটি বেড়াল এসে শুয়েছিল একটি বাড়ির দরজায়। ঝিমোতে থাকা বেড়ালটিকে নিয়ে স্থানীয়রা পশু হাসপাতালে হাজির হন। তারপর যা হল তা বিস্ময়কর।
পাশের বাড়ির লোকজন সকলে দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। সঙ্গে পোষা বেড়ালটিকে আর নিয়ে যাননি। ফেলে যান বাড়ির কাছে। সেই বেড়ালটিকে ওই বাড়ির পাশের বাড়ির বাসিন্দারা দেখেন তাঁদের দরজার সামনে পড়ে থাকতে।
বেড়ালটি ঝিমোচ্ছিল। খাবার দিলেও খেতে চাইছিল না। বেশ কিছুদিন দেখার পর বেড়ালটিকে নিয়ে স্থানীয় একটি পশু হাসপাতালে হাজির হন ওই বাড়ির লোকজন।
বেড়ালটি যেভাবে ঝিমিয়ে পড়ছে তাতে তার বাঁচার সম্ভাবনা কমছিল। চিকিৎসকেরা বেড়ালটিকে দেখার পর তার পাকস্থলীর ছবি তোলেন। তাতে তাঁরা পাকস্থলীতে কিছু আটকে থাকতে দেখেন।
বেড়ালের পাকস্থলীতে কি আটকে আছে? চিকিৎসকেরা স্থির করেন বেড়ালটিকে সুস্থ করতে তাঁদের অস্ত্রোপচার করতে হবে। সেইমত অপারেশন শুরু হয়।
পাকস্থলী থেকে এরপর এক এক করে চিকিৎসকেরা যা বার করে আনলেন তা চমকিত করার জন্য যথেষ্ট। বেড়ালের পাকস্থলী থেকে এক এক করে বার হতে থাকে চুল বাঁধার গার্ডার।
অন্য কিছুই নয়, এক এক করে চুল বাঁধার নানা আকারের গার্ডার বার হতে থাকে। এমন করে ৩৮টি রবারের গার্ডার বার করে আনেন চিকিৎসকেরা।
পাকস্থলী জুড়ে এত গার্ডার! এটা অবাক করেছে পশু চিকিৎসকদেরও। বেড়াল এতগুলো গার্ডার কীভাবে খেয়ে ফেলল? কেনই বা খেল? তার উত্তর খুঁজে পাচ্ছেন না তাঁরা। তবে গার্ডার বার হতেই দ্রুত সুস্থ হয়ে উঠছে বেড়ালটি। ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়।