তরুণ তরুণীর ভাঙতে বসা ভালবাসা বাঁচিয়ে দিল কিশোর
কতই বা বয়স তার। ১৫ বছর চলছে। এই বয়সেই ভেঙে যেতে বসা এক প্রেম কাহিনিকে বাঁচিয়ে দিল সে। তার জন্য এক তরুণ তরুণী পেল সুন্দর এক মুহুর্ত।
একটুর জন্য ভাঙতে বসেছিল তাঁদের সুখের মুহুর্ত। সব কিছু ঠিকঠাক। সমুদ্রের ধারে নীল আকাশের নিচে সোনালি বালুকাবেলায় তাঁরা একে অপরকে জীবনসঙ্গী করার শপথ করবেন। একে অপরকে পরিয়ে দেবেন আংটি। যা তাঁদের সারা জীবনের বন্ধনের চিহ্ন হয়ে থাকবে।
মানুষের জীবনে যে কটি স্বপ্নের মত মুহুর্ত আসে তার একটি এই মুহুর্তটি। ফলে এক তরুণ ও এক তরুণী নিজেদের নতুন জীবন শুরুর বাসনা নিয়ে সেজে গুজে হাজির হয়েছিলেন সমুদ্রতটে। সবাই তৈরি। এবার আংটি পরানোর পালা। আর ঠিক সেই সময় ওই তরুণ বুঝতে পারলেন তাঁর সঙ্গে থাকা আংটিটি আর হাতে নেই।
আংটি না থাকলে তো এদিনের সব অনুষ্ঠানই বাতিল হয়ে যাবে। তাঁদের প্রেম কাহিনি শেষ মুহুর্তে পূর্ণতা পাবেনা। আঁতিপাঁতি করে খুঁজেও বালির মধ্যে কোথাও আংটি পাওয়া যায়নি।
এই সময় ওই সমুদ্রতটে খেলা করছিল এক ১৫ বছরের কিশোর। সে এসেছিল সমুদ্রের বালির তলায় লুকিয়ে থাকা কোনও ধাতব গুপ্তধন পায় কিনা তা খুঁজতে। আর সেই গুপ্তধন খুঁজতে সে সঙ্গে এনেছিল একটি মেটাল ডিটেক্টর।
আংটি হারানোর কথা শুনে সে এগিয়ে আসে। অভয় দেয় চিন্তা না করতে। সে খুঁজে দিচ্ছে আংটি। তারপর তার হাতে থাকা মেটাল ডিটেক্টর দিয়ে সাউথ ক্যারোলিনার সমুদ্রসৈকতে ওই আংটি খুঁজতে লাগল সামান্য সময়।
বালির মধ্যে লুকিয়ে যাওয়া সেই আংটি ফেরত পেয়ে কার্যত আপ্লুত তরুণ তরুণী। তাঁদের এই স্বপ্নের মুহুর্তটা বাঁচিয়ে দেওয়ার জন্য তাঁরা ধন্যবাদ জানান ওই কিশোরকে।
গুড মর্নিং আমেরিকা নামে একটি মার্কিন টিভি অনুষ্ঠানে খবরটি প্রচারিত হওয়ার পর বিশ্বজুড়েই ওই কিশোরকে সাধুবাদ জানিয়েছেন সকলে।