আবর্জনায় ফেলে দেওয়া কাগজ পাইয়ে দিল ১.৬৭ কোটি টাকা
জঞ্জালের স্তূপ থেকে কাগজের টুকরোটা পেয়ে যান এক ব্যক্তি। তারপর সেই টুকরোই তাঁকে ও তাঁর স্ত্রীকে পাইয়ে দেয় ১ কোটি ৬৭ লক্ষ টাকা।
প্রাথমিকভাবে তাঁদের মনে হয়েছিল এ কাগজের টুকরোটা রেখে লাভ নেই। তাই মহিলা ওই টুকরোটি জঞ্জালে ফেলে দেন। ওটা ছিল একটা লটারির টিকিট। যা স্ক্র্যাচ করে ওই মহিলার মনে হয় এ লটারি থেকে কোনও অর্থ প্রাপ্তির সুযোগ নেই।
এ নম্বর তাঁদের কিছুই দেবেনা। তাই লটারির টিকিটটি তিনি জঞ্জালের স্তূপে ফেলে দেন। এদিকে একটা সময় পর তাঁর স্বামীর একটা সন্দেহ হয়। তিনি ফিরে যান জঞ্জালে।
তারপর সেখান থেকে খুঁজে বার করেন তাঁর স্ত্রীর ফেলে দেওয়া টিকিটটিকে। ফোন করেন স্ত্রীকে। তারপর লটারির জয়ী নম্বরটি সম্বন্ধে জানতে চান।
নম্বরটি বলার পর স্বামীই জানান জঞ্জালে ফেলে দেওয়া সেই টিকিট তাঁদের ভাগ্য বদলে দিয়েছে। তিনি টিকিটটি ফের স্ত্রীর কাছে নিয়ে আসেন।
স্ত্রী ফের সেই অবহেলায় স্ক্র্যাচ করা টিকিটটি ভাল করে স্ক্র্যাচ করে নম্বরটি মেলান। দেখেন তাঁরা ২ লক্ষ ডলার জিতেছেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি ৬৭ লক্ষ ৪৪ হাজার টাকার কিছু বেশি।
এভাবে যে জঞ্জালে ফেলে দেওয়া একটা টিকিট তাঁদের জীবন বদলে দেবে তা এখনও বিশ্বাস করতে পারছেন না দম্পতি। তাঁরা এখন একটা স্বপ্নের বাড়ি খুঁজছেন নিজেদের জন্য। সে বাড়ি কিনতে এই লটারিতে জেতা টাকা তাঁদের অনেকটাই সাহায্য করবে। এই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের দক্ষিণ ক্যারোলিনায়।