
ইতিহাস বলছে দক্ষিণ চিন সাগরের একটা বড় অংশের ওপর তাদের অধিকার রয়েছে। সেখানকার যাবতীয় সম্পদের ওপরও একমাত্র তাদেরই অধিকার রয়েছে। চিনের এই দাবিকে এদিন নস্যাৎ করে দিল রাষ্ট্রসংঘের একটি সালিশি আদালত। আদালতের এই রায় ফিলিপিন্সের জন্য একটা বড় জয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা। কারণ চিনের এই দাবির বিরুদ্ধাচরণ করে সোচ্চার হয়েছিল ফিলিপিন্সই। তারাই বিষয়টি সালিশি আদালতে পেশ করে বিচার চায়। এদিন সেই মামলায় আদালত আরও জানিয়েছে দক্ষিণ চিন সাগরের একটা বড় অংশ সমুদ্র সম্পদের দিক থেকে অত্যন্ত অর্থকরী। সেখানে ফিলিপিন্সের মৎস্যজীবীদের দক্ষিণ চিন সাগরে মাছ ধরতে না দেওয়ার চেষ্টা করে চিন ঠিক করেনি। পাশাপাশি দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে জলের ওপর যে নির্মাণকাজ তারা করেছে তা সেখানকার বিশাল কোরাল সাম্রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এদিন সালিসি আদালতে আগাগোড়াই ভর্ৎসিত চিন অবশ্য এসব নির্দেশকে তোয়াক্কা করছে না। বেজিং সাফ জানিয়েছে তারা এই নির্দেশ মানতে বা বিশ্বাস করতে বাধ্য নয়।