ভুল করে ৭ মাসের শিশুকে দেওয়া হল করোনা প্রতিষেধক টিকা
শিশুদের করোনা প্রতিষেধক টিকা এখনও তৈরিই হয়নি। চেষ্টা চালাচ্ছেন গবেষকেরা। কিন্তু ভুল করে এক ৭ মাসের শিশুকে বড়দের করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হল।

করোনা রুখতে টিকাকরণ চলছে বিশ্বজুড়েই। একাধিক সংস্থার টিকাই মান্যতা পেয়েছে। ফলে বিভিন্ন দেশে বিভিন্ন টিকা দেওয়া চলছে। তবে সব টিকাই এখন বড়দের দেওয়া হচ্ছে। সদ্যোজাতদের জন্য কোনও করোনা প্রতিষেধক টিকা নেই। তা এখনও ট্রায়াল পর্যায়ে থাকলেও প্রদান মান্যতা পায়নি।
কিন্তু এর মাঝেই এক ৭ মাসের শিশুকে করোনা প্রতিষেধক টিকা প্রদানের ঘটনা চমকে দিয়েছে সকলকে। অবশ্যই ভুল করে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
আসলে শিশুদের মায়েদের জন্য মডার্নার করোনা প্রতিষেধক টিকা রাখা ছিল। শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল ফ্লু-এর টিকা দেওয়ার জন্য।
তাকে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার কথাই নয়। কিন্তু শিশু চিকিৎসক ভুল করে ফ্লু-এর টিকার বদলে করোনা প্রতিষেধক টিকা শিশুটিকে দিয়ে দেন। তারপরই বিষয়টি নজরে আসে। কিন্তু ততক্ষণে টিকা প্রদান হয়ে গেছে। তা শরীরে প্রবেশ করে গেছে।
দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ৫ দিন আগে হয়েছে। গত ৫ দিনে তার দেহে অবশ্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নজরে পড়েনি। তবে তাকে পর্যবেক্ষণেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার সিওলের দক্ষিণে সিয়োগনাম নামে একটি জায়গায়। ওই শিশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা মা। তাঁরা আইনের দ্বারস্থ হয়েছেন। ভুল ইঞ্জেকশন প্রদানের জন্য তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন শিশুর অভিভাবক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা