World

টাক মাথায় চুল গজানোর খরচ দেবে সরকার, আশ্বাস ভোটপ্রার্থীর

টাক মাথায় চুল গজানোর জন্য লাগে বিশেষ চিকিৎসা। যার খরচ অনেক। সে টাকা সরকার বহন করবে, যদি ভোটে জিতিয়ে ক্ষমতায় আনা হয়। আশ্বাস ভোট প্রার্থীর।

ভোটে জেতার জন্য নেতাদের আশ্বাসের ঝুলি কম আকর্ষণীয় হয়না। ভোট ভিক্ষা করতে গিয়ে কতই না আশ্বাস দিয়ে থাকেন তাঁরা। তবে এমন আশ্বাস এর আগে কেউ কখনও শুনেছেন বলে জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ায় আগামী মার্চ মাসে হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির লি জা মিয়াং।


লি প্রচারে এমন এক আশ্বাস দিয়েছেন যা দেশবাসীকে শুধু অবাকই করেনি, তাঁকে নিয়ে আলোচনাও কেন্দ্রবিন্দুতে তুলে এনেছে। এখন দেশের মানুষের মুখে মুখে ঘুরছে লি-র নাম।

দক্ষিণ কোরিয়ায় প্রায় ১ কোটি মানুষ টাকের সমস্যায় জর্জরিত। চুল দ্রুত পড়ে যাচ্ছে। মাথায় ক্রমশ উজ্জ্বল হচ্ছে টাক। এই সমস্যা মেটানোর জন্য চিকিৎসা করাতে বিভিন্ন ক্লিনিকে হাজির হচ্ছেন তাঁরা।


টাকে ফের চুল গজানোর খরচ কিন্তু নেহাত কম নয়। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশ থেকে ওষুধ অর্ডার করতে হয়। যা আনাতে প্রচুর অর্থ ব্যয় হয়। এমনকি খরচে পেরে না উঠে অনেকে মাঝপথেই চিকিৎসা বন্ধ করেন। অনেকে তো আবার প্রথমেই খরচ শুনে পিছিয়ে যান।

এবার এই টাকের সমস্যা থেকে মুক্তির পথ খুলে দেবে সরকার বলে দাবি করেছেন লি। লি-র আবেদন যদি তাঁকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় আনেন তাহলে এই বহুমূল্য চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। টাকে চুল গজানোর চিকিৎসা খরচকেও সরকারি স্বাস্থ্য বীমার আওতায় আনবে তাঁর সরকার।

এমন আশ্বাসে টাকের সমস্যায় জর্জরিতরা খুশি হলেও অনেকে আবার অসন্তুষ্টও হয়েছেন। ফলে সমালোচনাও শুনতে হচ্ছে লি-কে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button