প্রথম স্পেস ইন্টারনেট দিয়ে ছবি আনা দেশ রোবট পাঠাচ্ছে চাঁদে
তারাই বিশ্বের প্রথম সেই দেশ যারা স্পেস ইন্টারনেট কাজে লাগিয়ে চাঁদের ছবি পৃথিবীতে পাঠিয়েছিল। তারা এবার রোবট পাঠাতে চলেছে চাঁদে।
২০২২ সালে প্রথম চাঁদের দিকে পাড়ি দিয়েছিল তাদের লুনার অরবিটার। চাঁদে পা দেবেনা, তবে চাঁদের খুব কাছ থেকে তাকে প্রদক্ষিণ করে তথ্যসংগ্রহ করবে। এমন কিছু তথ্য যা আগে কেউ জোগাড় করতে পারেনি। সেই লক্ষ্যে ছুটে সফলও হয় তারা। তাদের প্রথম চন্দ্রাভিযান দানুরি এমন এক কাজ করে দেখায় যা আগে কখনও বিশ্বের অন্য কোনও দেশ করতে পারেনি।
তাদের দানুরি চাঁদের ভিডিও ও ছবির ডেটা ট্রান্সমিশন স্পেস ইন্টারনেট দিয়ে করে দেখায়। বিশ্ব মহাকাশ বিজ্ঞান তাদের তারিফ করে। এবার সেই দক্ষিণ কোরিয়া আরও একধাপ এগিয়ে চাঁদে রোবট পাঠানোর উদ্যোগ শুরু করে দিল।
দক্ষিণ কোরিয়ার মহাকাশ বিজ্ঞান সংস্থা জানিয়েছে তারা চাঁদের চারধারে প্রদক্ষিণ নয়, এবার চাঁদেই পা রাখবে। আর তা রাখবে তাদের রোবট। ২০৩০ সালে এই মিশন সফল করতে এখন থেকেই তোড়জোড় পুরোদমে শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
এই লক্ষ্য যদি ভেদ করতে পারে দক্ষিণ কোরিয়া তবে তারা মহাকাশ বিজ্ঞান চর্চায় নিজেদের এক শক্তিশালী ভিত তৈরি করে ফেলতে পারবে।
প্রসঙ্গত ভারত, চিন ও জাপানের পর এশিয়ার আরও এক দেশ হিসাবে দক্ষিণ কোরিয়া এবার কিন্তু চাঁদে পা রাখা নিয়ে উদ্যোগ শুরু করল। যা কিন্তু আগামী দিনে মহাকাশ বিজ্ঞান চর্চায় ভারত সহ এশিয়ার দাপটকে সুনিশ্চিত করার ইঙ্গিত দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা