কৃতজ্ঞতা বোঝাতে দেড় হাজারের ওপর গ্লাভস গায়েব করল বেড়াল
কৃতজ্ঞতা বোঝাতে দেড় হাজারের ওপর গ্লাভস গায়েব করে ফেলল একটি বেড়াল। আন্তরিক কৃতজ্ঞতা বোঝানোর এমন কাণ্ড গোটা বিশ্বকে অবাক করেছে।
সেদিন সে ছিল অসহায়। সঙ্গে সদ্যোজাত সন্তান। খাওয়া থাকার ঠিকানা নেই। ওই অবস্থায় সন্তানকে নিয়ে এক মহিলার দরজায় এসে দাঁড়ায় সে। ওই মহিলার তাদের ২ জনকে দেখে করুণা হয়। তিনি তাদের নিজের বাড়িতে আশ্রয় দেন। খেতেও দেন। একবার নয়। প্রতিদিন নিয়ম করে তাকে ও তার সন্তানকে খাওয়াতে থাকেন ওই মহিলা।
বেড়ালটি এ কৃতজ্ঞতা ভুলে যায়নি। তার অসহায় অবস্থায় তাকে সাহায্য করা ওই মহিলাকে সে কৃতজ্ঞতা জানাতে এবার পাল্টা তাঁর জন্য উপহার আনতে শুরু করে।
উপহার হিসাবে প্রথমে প্রাণ বায়ু বেরিয়ে যাওয়া ইঁদুর, ছোট পাখি ধরে এনে ওই মহিলাকে দিতে শুরু করে সে। কিন্তু মহিলা সেগুলো জঞ্জালে ফেলে দিচ্ছিলেন।
এটা দেখে বেড়ালটি বুঝতে পারে তার জন্য উপাদেয় উপহার হলেও ওটা মনুষ্য মহিলার কোনও কাজের নয়। তাহলে কাজের কি? তাও বার করে ফেলে সে। বেড়ালটি লক্ষ্য করে মহিলা অনেক সময় হাতে গ্লাভস বা দস্তানা পরে কাজ করেন।
বেড়ালটি বুঝে যায় তার মানে ওই মহিলার দস্তানা কাজে লাগে। এবার সে শুরু করে দস্তানা নিয়ে আসা। দক্ষিণ কোরিয়ার যেখানে ওই মহিলা থাকতেন তার কাছেই একটি নির্মাণকাজ চলছিল।
সেখানকার শ্রমিকরা দেখেন তাঁদের গ্লাভস প্রতিদিন ভ্যানিস হয়ে যাচ্ছে। আর ওই মহিলা লক্ষ্য করেন ব্যবহার হওয়া গ্লাভস এনে বাড়ির এক কোণায় জড়ো করছে ওই বেড়াল।
এই করে ৩০ দিনে দেড় হাজারের ওপর গ্লাভস সে ওই মহিলার বাড়িতে জড়ো করে ফেলে। আর ওই নির্মাণকার্যের শ্রমিকদের মধ্যে গ্লাভস হারানো নিয়ে হইচই পড়ে যায়।
অবশেষে এক সাংবাদিক বেড়ালের এই কাণ্ডের কথা জানতে পারেন। তারপরই এই ঘটনা ছড়িয়ে পড়ে। ইন্টারনেটেও ছড়াতে থাকে এই ঘটনা। ঘটনাটি গত বছরের সেপ্টেম্বরের হলেও এখনও এ কাহিনি নিয়ে চর্চা হয়ে চলেছে।