বাড়ির সামনে পড়েছিল বেশ কিছু দাহ্য পদার্থ। সেখানেই প্রথম আগুনটা লাগে। সেই আগুন দ্রুত গ্রাস করে সামনের ৯ তলা বাড়িটিকে। দক্ষিণ কোরিয়ার জেচিওন শহরে ঘটা এই অগ্নিকাণ্ডকে লন্ডনের গ্রেনফিল টাওয়ারের অগ্নিকাণ্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে।
ভয়ংকর চেহারা নেওয়া আগুন ৯টি তলায় ছড়িয়ে পড়ে। বাড়িটিতে রয়েছে ফিটনেস সেন্টার, রেস্তোরাঁ। মহিলা ও পুরুষদের জন্য সনা বাথের বন্দোবস্তও রয়েছে এখানে। সর্বত্র আগুন ছড়ায়। দমকলকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় দম বন্ধ হয়ে ও আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ২৯ জনের। আরও ২৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে শোকের ছায়া নেমে এসেছে।