কলকাতার বিভিন্ন প্রান্তে একটু নজর করলেই দেখা যায় নানা ধরনের পোস্টার, ফ্লেক্স। সেটা কোনও পণ্যের বিজ্ঞাপন হতে পারে, কোনও রাজনৈতিক কর্মসূচি হতে পারে, কোনও নেতার বার্তা হতে পারে। কলকাতার এই পোস্টার, ফ্লেক্সের ভিড়ে নজর কাড়ল একটি নতুন পোস্টার। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার। বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া শোভনবাবুকে ফিরে আসার বার্তা নিয়ে পোস্টার।
কারা দিল এই পোস্টার? এখানেই রহস্য সবচেয়ে বেশি ঘনীভূত হয়েছে। কারণ যে ফ্লেক্স বা পোস্টার দেওয়া হয়েছে তাতে শোভনবাবুর মুখ, বিজেপির প্রতীক, কলকাতা পুরসভাকে অসম্পূর্ণ বলে দাবি করে শোভনবাবুকে ফিরে আসার বার্তার সঙ্গে দেখা যাচ্ছে কোলকাতা নাগরিক বৃন্দ লেখা। যার মানে দাঁড়ায় কলকাতার মানুষ এমন ফ্লেক্স দিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে।
বিজেপি সাফ জানিয়ে দিয়েছে তারা এই পোস্টার দেয়নি। কলকাতার মানুষ দিয়েছেন। তবে তারা এই পোস্টারকে স্বাগত জানাচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এমন পোস্টারকে গুরুত্ব দিতে একেবারেই রাজি নয়। শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন ঠিকই কিন্তু তাঁকে বিজেপির কোনও কর্মসূচিতে দেখতে পাওয়া যায়না। এমনও কানাঘুষো শোনা যাচ্ছিল যে তিনি নাকি বিজেপি ছেড়ে ফেরত আসতে পারেন তৃণমূলে। এসব কিছুর উত্তর দিতে পারেন শোভনবাবু নিজে। কিন্তু তিনি মুখ খোলেননি।