গঙ্গাসাগরে কোনও পদপিষ্টের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর দফতর কোনও কিছু না জেনেই পদপিষ্টের কথা জানিয়ে মৃতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। নীতিবিরুদ্ধ পদক্ষেপ। কেন্দ্র চাইলে গোটা বিষয়ের রিপোর্ট রাজ্যের কাছে চাইতে পারত। কিন্তু রাজ্যের কাছে ঘটনা নিয়ে কোনও কিছু জানতেই চাওয়া হয়নি। এদিন এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, গঙ্গাসাগরে মৃত্যু দুর্ভাগ্যজনক। তবে তা পদপিষ্ট হয়ে হয়নি, হয়েছে ঠান্ডায়। প্রবল ঠান্ডা আর ভাটা থাকায় যাত্রীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় বলেও এদিন মেনে নেন শোভনবাবু। গঙ্গাসাগরে মৃত্যু নিয়ে পিএমও-র ট্যুইট দুর্ভাগ্যজনক বলেও ব্যাখ্যা করেন তিনি।