বুধবার সকালে তাঁর গাড়ির সঙ্গে ‘জেড ক্যাটাগরি’-র সুরক্ষা বন্দোবস্ত না দেখে অনেকেরই সন্দেহ হয়েছিল। পরে জানা যায় তাঁর ‘জেড ক্যাটাগরি’-র নিরাপত্তা বলয় সরিয়ে তা নামিয়ে আনা হয়েছে ‘ওয়াই ক্যাটাগরি’-র নিরাপত্তায়। নবান্ন সূত্রের খবর, জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয় দেশের কোনও মেয়রই পাননা। শুধু কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বিশেষ কারণে এই সুরক্ষা বলয় দেওয়া হত। যা এদিন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে শোভনবাবুর ঘনিষ্ঠ মহলের দাবি মেয়র জানতেনই না তাঁর জেড ক্যাটাগরির সুরক্ষা সরিয়ে নেওয়া হচ্ছে। জেড ক্যাটাগরিতে এতদিন তিনি বুলেট প্রুফ গাড়ি পেতেন। সুরক্ষা বলয় ছিল আরও কড়া। সামনে থাকত পাইলট কার। এগুলি আর থাকবে না। এদিকে শোভনবাবু মুখে কিছু না বললেও রাজনৈতিক মহল এর পিছনে অন্য তত্ত্ব খুঁজছে। বিরোধীদের একাংশের দাবি মুখ্যমন্ত্রীর কাছের লোক হিসাবে পরিচিত শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কী তবে মুখ্যমন্ত্রীর তলে তলে দূরত্ব তৈরি হচ্ছে? শোভনবাবুর কোনও কাজে কী অখুশি মুখ্যমন্ত্রী? প্রশ্নের উত্তর না মিললেও প্রশ্নগুলো কিন্তু উঠছে।