একদিকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। আরেকদিকে রাজনৈতিক কেরিয়ারের টালমাটাল অবস্থা। এই দুই নিয়ে এখন জেরবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি জেড ক্যাটাগরির সুরক্ষা বলয় থেকে বঞ্চিত হয়েছেন তিনি। এখন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়েই খুশি থাকতে হচ্ছে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।
এই অবস্থায় আবার নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন মেয়র। তাঁর আশঙ্কা যেকোনও মুহুর্তে দুষ্কৃতিরা হামলা চালাতে পারে তাঁর গোলপার্কের ফ্ল্যাটে। আর সেই হামলা তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় করাতে পারেন। ফ্ল্যাট দখলের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা করছেন শোভনবাবু। তাই সত্বর তাঁর আবাসনে নিরাপত্তারক্ষী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। রবীন্দ্র সরোবর থানার পুলিশের কাছে এই মর্মে অভিযোগপত্র জমা করেছেন মেয়র।
পারিবারিক ও রাজনৈতিক টানাপোড়েনে আপাতত জেরবার শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলের সঙ্গেও তাঁর সম্পর্ক আর কতদিন টিকবে তা নিয়েই প্রশ্ন উঠে গেছে।