কলকাতার মেয়র পদে থাকলেও রাজ্যের দমকলমন্ত্রী ও আবাসন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভায় তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর মনোমালিন্য হয়। নবান্নে দমকলের একটি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী তাঁকে উত্তপ্তভাবে কিছু বলছেন বলে দেখা যায়। এরপর বিকেলে তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। সূত্রের খবর, সেই ইস্তফা গৃহীতও হয়েছে। রাজ্য সরকার দ্রুত সেই ইস্তফাপত্র গ্রহণ করেছে। রাজনৈতিক মহলের মতে এই ইস্তফা মুখ্যমন্ত্রী হয়তো নিজেই চাইছিলেন। তাই তিনি ইস্তফাপত্র পুনর্বিবেচনার জন্য শোভন চট্টোপাধ্যায়কে বলেননি।
দমকল ও আবাসন। এই ২টি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। এই ২ দফতরের মন্ত্রিত্ব ছাড়াও তিনি কলকাতার মেয়র। দলের এমন এক গুরুত্বপূর্ণ নেতার কাজে বেশ কিছুদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণটি ছিল শোভনবাবুর ব্যক্তিগত জীবন। এক মহিলাকে সামনে রেখে তাঁর স্ত্রীয়ের সঙ্গে দূরত্ব নিয়ে কম জলঘোলা হয়নি। সংবাদ মাধ্যমের অন্যতম খবর হয়ে উঠেছিল সেই টানাপড়েন। যা কখনই ভাল চোখে নেননি মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব শোভনবাবুর হাত থেকে নিয়ে নেন তৃণমূলনেত্রী। ডানা ছাঁটা শুরুই শুধু নয়, ক্রমশ মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ছিলেন তিনি। তারপর এদিনের ইস্তফা চরম অবস্থান স্পষ্ট করল।