SciTech

মহাশূন্যে আজব জোড়া গ্রহদের দেখা মিলল, নিজেদের মধ্যে এ কি করছে তারা

মহাকাশে জোড়ায় জোড়ায় গ্রহদের দেখা পেল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। তারা যা করছে তা দেখে তাজ্জব মহাকাশ বিজ্ঞানীরা।

এর আগে এই গ্রহদের দেখা মেলেনি। সৌরমণ্ডলের বাইরে যে অনন্ত মহাশূন্য রয়েছে এখন সেখানে অনেক কিছুই নজরে আসছে মহাকাশ বিজ্ঞানীদের। শক্তিশালী মহাকাশ টেলিস্কোপগুলি এমন সব বিস্ময় সামনে এনে দিচ্ছে যা বিজ্ঞানীদের অবাক তো করছেই, তাঁদের এতদিনের ধারনাও অনেক সময় ভেঙে দিচ্ছে। তাঁদের নতুন করে ভাবতে বাধ্য করছে।

যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নজরে এবার পড়েছে ওরিয়ন নেবুলায় ঘোরাফেরা করা অনেকগুলি জোড়ায় জোড়ায় থাকা গ্রহ। যেগুলির অধিকাংশই বৃহস্পতিগ্রহের মত আকারের। আর তারা নিজেদের মধ্যে ঘুরছে। মানে একে অপরকে পাক দিচ্ছে।


এতদিন বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের ধারনা ছিল যে সৌরমণ্ডলে যেমন সূর্যকে ঘিরে বাকি নক্ষত্রেরা পাক খায় তেমনই সৌরমণ্ডলের বাইরে মহাশূন্যেও এক অগুন্তি সৌরমণ্ডল রয়েছে। সেখানেও তার সূর্যকে ঘিরে গ্রহরা পাক খাচ্ছে।

কিন্তু ২টি গ্রহ একে অপরকে পাক খেয়ে চলেছে এমন দৃশ্য একেবারেই নতুন। যা গ্রহ ও নক্ষত্র সৃষ্টি সম্বন্ধে যে প্রচলিত ধারনা রয়েছে তাকেও চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।


বিজ্ঞানীরা এখন নতুন করে ভাবতে বসেছেন। কারণ ২টি গ্রহ একে অপরকে পাক খাচ্ছে এ রহস্যের কিনারা তাঁরা করতে চাইছেন। প্রাথমিকভাবে তাঁরা একটি সিদ্ধান্তেও উপনীত হয়েছেন।

তাঁদের মতে, এই ওরিয়নে দেখা জোড়ায় জোড়ায় থাকা গ্রহগুলি অত্যন্ত হালকা। গ্যাসীয় গোলক। হালকা হওয়ায় সহজেই ভাসতে পারে। আর তাই একে অপরকে ঘিরে পাক খেতেও পারে।

এরা এক সময় কোনও এক সৌরমণ্ডলেরই অংশ ছিল। কিন্তু ওই সৌরমণ্ডলের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য কোনও তারার আকর্ষণে এরা সৌরমণ্ডলটি থেকে ছিটকে বেরিয়ে আসে। তারপর থেকে তারা জোড়ায় জোড়ায় একে অপরকে ঘিরে পাক খেতে থাকছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button