পৃথিবীর মত গরম, জল থাকতে পারে, খুব কাছেই দেখা দিল অন্য পৃথিবী
তিলোত্তমায় যে গরমটা দেখতে পাওয়া যায়, সেটাই রয়েছে একটা গ্রহ জুড়ে। যা পৃথিবীর খুব কাছেই অবস্থান করছে। তবে কি সেখানে প্রাণ রয়েছে?
এ শহরে এবার গরমে পারদ চড়েছে ৪৩ ডিগ্রিতে। এমন উত্তাপ কষ্টকর। তবে মানুষ সেই গরমে অভ্যাস করে ফেললে দিব্যি থেকে যেতে পারেন। এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। তা তাই অস্বাভাবিকও নয়।
পৃথিবীর খুব কাছেই ঠিক এমনই একটি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। তাই নতুন করে ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের তত্ত্ব জোরদার হয়েছে। গ্লিস ১২ বি, এটাই নামকরণ হয়েছে এই নয়া খোঁজ মেলা গ্রহের। যা আয়তনে পৃথিবীর চেয়ে একটু ছোট।
শুক্রগ্রহের আয়তনের সঙ্গে তার দারুণ মিল। পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটি। বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটি মহাশূন্যে ভেসে বেড়ানো অন্য গ্রহদের তুলনায় অনেকটাই ঠান্ডা।
৪২ ডিগ্রির মত তাপমাত্রার এই গ্রহটির পারদই এক নতুন আশার সঞ্চার করেছে। বিজ্ঞানীরা মনে করছেন এই তাপমাত্রার কোনও গ্রহে জল থাকাটা আশ্চর্যের নয়। আর জল থাকা মানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়াটাও অস্বাভাবিক নয়।
পৃথিবীর এত কাছে এ পৃথিবী নিয়ে তাই বিজ্ঞানীদের ক্রমশ কৌতূহলের পারদ চড়েই চলেছে। শুধু যেটা বিজ্ঞানীদের কাছে এখনও পরিস্কার নয় তা হল এ গ্রহটিতে কি আদৌ কোনও বায়ুমণ্ডল রয়েছে?
যদি বায়ুমণ্ডল থাকে, তাহলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যদি তা না থাকে তাহলে কোনও প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা।