গ্রহের গা দিয়ে বার হচ্ছে অদ্ভুত গন্ধ, কোন গ্রহ জানালেন বিজ্ঞানীরা
একটি গ্রহের গা দিয়ে পচা ডিমের দুর্গন্ধ বার হচ্ছে। সেটা কোন গ্রহ তাও জানিয়ে দিলেন বিজ্ঞানীরা। কেন এমন গন্ধ তাও জানালেন।
শুনেছ কি বলে গেল সীতারাম বন্দ্যো, আকাশের গায়ে নাকি টকটক গন্ধ? টকটক থাকে নাকো হ’লে পরে বৃষ্টি, তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি। ছোট থেকে সুকুমার রায় পড়ে বড় হওয়া গড়পড়তা বাঙালির দিব্যি লাইনগুলো চোখের সামনে ভাসে। কানে বাজে।
সুকুমার রায়ের লেখা সেই আকাশের গায়ে টকটক গন্ধ পাওয়া গেছে কিনা জানা নেই, তবে এবার একটি গ্রহের গায়ে পচা ডিমের চড়া দুর্গন্ধ পেলেন বিজ্ঞানীরা। নেচার পত্রিকায় এই বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি-তেও এ বিষয়ে একটি লেখা প্রকাশিত হয়েছে। যেখানে সৌরমণ্ডলের বাইরে থাকা একটি গ্রহে এমন পচা ডিমের গন্ধের কথা জানতে পেরেছেন বিজ্ঞানীরা।
সৌরমণ্ডলে বৃহস্পতি এমন একটা গ্রহ যেখানে পচা ডিমের গন্ধ পাওয়া যায়। কিন্তু সেটা কিছু অংশে। এবার যে গ্রহটির কথা জানা গেছে তার পুরোটা দিয়েই বার হচ্ছে এমন গন্ধ।
পৃথিবী থেকে খুব যে দূরে রয়েছে গ্রহটি তাও নয়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দেওয়া তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, এ গ্রহটি বৃহস্পতির মতই একটি গ্যাস জায়ান্ট। যেখানে তাপমাত্রা প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস।
এখানে একধরনের গ্যাসীয় বৃষ্টি হয়। সারা গ্রহটি জুড়ে রয়েছে হাইড্রোজেন সালফাইড। তার থেকেই এই পচা ডিমের দুর্গন্ধ বার হয়। এ গ্রহে কোনও প্রাণ থাকা সম্ভব নয়, এটাও মেনে নিয়েছেন বিজ্ঞানীরা।