মহাকাশের গভীর থেকে ৮০০ কোটি বছর পর ভেসে এল জোড়াল সংকেত
মহাশূন্যের ওপার থেকে এক সংকেত ভেসে এল। যে পথ পাড়ি দিয়ে সে সংকেত এসে পৌঁছল তা অবিশ্বাস্য লাগতে পারে।
মহাশূন্যের রহস্য উদ্ঘাটন মানুষের ধরাছোঁয়ার কি বাইরে? এমন কথা মনে হওয়াটা খুব ভুলও হয়তো নয়। কারণ এমন এক শক্তিশালী রেডিও সিগনাল মহাশূন্যে থেকে ভেসে এসেছে পৃথিবীতে যা সকলকে হতবাক করে দিয়েছে।
এ সিগনাল সৌরমণ্ডলের বাসস্থান নক্ষত্রমণ্ডলের থেকে বহু বহু দূরের কোনও নক্ষত্রমণ্ডল থেকে ভেসে এসেছে। শুধু সিগনালটি পৃথিবী পর্যন্ত পৌঁছতেই সময় নিয়েছে ৮০০ কোটি বছর।
যেখান থেকে ওই সিগনাল এসেছে সেখান থেকে পৃথিবীতে পৌঁছতে তার যদি ৮০০ কোটি বছর লাগে তাহলেই অনুমেয় যে স্থানটি কতটা দূরে হতে পারে। গভীর মহাশূন্যের কোন গভীরতম স্থানে সেই সিগনালের জন্ম!
আর্থ ডট কম সাইটে প্রকাশিত এই খবর অনুযায়ী এখনও পর্যন্ত পৃথিবীতে গভীর মহাশূন্য থেকে যত সিগনাল এসে পৌঁছেছে তারমধ্যে এটিই সবচেয়ে দূর থেকে এল। আবার এটিই সবচেয়ে বেশি শক্তিশালীও।
কীভাবে এই সিগনাল তৈরি হয়েছে তা অবশ্য এক মহাজাগতিক রহস্য। তবে এটি পৃথিবীতে পৌঁছে বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে। এমন এক রেডিও ওয়েভের ঝলকে তাঁরা বাস্তবিকই তাজ্জব।
এই সিগনাল যে বিজ্ঞানীদের মহাশূন্য নিয়ে অনেক রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে তা মেনে নিচ্ছেন সকলেই। এর হাত ধরে মহাশূন্যের পুরনো ইতিহাস সম্বন্ধে জানার সুযোগ পেতে পারেন বিজ্ঞানীরা। তাঁদের ধরাছোঁয়ার বাইরে থাকা মহাজাগতিক ঘটনা সম্বন্ধেও এই রেডিও ওয়েভের সাহায্য জানার সুযোগ পেতে পারেন বিজ্ঞানীরা।