পৃথিবীর খুব কাছেই অতিকায় ব্ল্যাকহোল, জানতেন না বিজ্ঞানীরাও
বিজ্ঞানীদেরও বিষয়টা জানা ছিলনা। এতদিন পর তাঁরা জানতে পারলেন পৃথিবীর খুব কাছেই রয়েছে সূর্যের চেয়েও ১০ গুণ বড় ১টি ব্ল্যাকহোল।
পৃথিবীর কাছেই রয়েছে এমন এক প্রকাণ্ড মিশকালো কৃষ্ণগহ্বর। অথচ তার খোঁজ ছিলনা মহাকাশ বিজ্ঞানীদের কাছেও। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের জেমিনি অবজারভেটরি থেকে মহাকাশের খোঁজখবর নিতে গিয়ে বিজ্ঞানীদের নজরে পড়ে এটি। যা সূর্যের চেয়েও ১০ গুণ বড়।
কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল তৈরি হয় একটি তারার মৃত্যুর পর। অর্থাৎ নক্ষত্রের জীবনকাল শেষ হলে তা অনেক সময় ব্ল্যাকহোলে পরিণত হয়। আকাশগঙ্গা ছায়াপথেই রয়েছে এই ব্ল্যাকহোল। যা এতদিন নজরে পড়েনি।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী থেকে মাত্র ১৬ হাজার আলোকবর্ষ দূরেই অবস্থান করছে এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। পৃথিবীর এত কাছে এখনও কোনও কৃষ্ণগহ্বরের খোঁজ পাওয়া যায়নি। ফলে এটাই প্রথম সেই কৃষ্ণগহ্বর যা পৃথিবীর সবচেয়ে কাছে পাওয়া গেল।
ওফিউচাস নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে এই কৃষ্ণগহ্বরটি। এই কৃষ্ণগহ্বরটিকে প্রদক্ষিণ করছে অন্য একটি নক্ষত্র। যা আকারে সূর্যের মত।
পৃথিবী সূর্যের চেয়ে যতটা দূরে রয়েছে প্রায় একই দূরত্ব বজায় রেখেই কৃষ্ণগহ্বরটিকে প্রদক্ষিণ করছে ওই নক্ষত্রটি। এর আগে সূর্যের সবচেয়ে কাছের যে কৃষ্ণগহ্বরের খোঁজ মিলেছিল তার চেয়েও ৩ ভাগ কম দূরত্বে অবস্থান করছে নতুন আবিষ্কার হওয়া কৃষ্ণগহ্বরটি।
বিজ্ঞানীরা এই আবিষ্কারে আপ্লুত। কারণ তাঁদের দাবি, এর ফলে কৃষ্ণগহ্বরে যা ঘটে চলেছে তা খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন তাঁরা। আর তা দেখতে পারলে মহাকাশের রহস্য আরও কিছুটা জানতে পারবেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা