গত ২ দিনে করোনায় কোনও মৃত্যু নেই কোভিড বিধ্বস্ত দেশে
করোনা মোকাবিলায় সাফল্য পেতে শুরু করেছে স্পেন। গত ২ দিনে সে দেশে কারও করোনায় মৃত্যু হয়নি।
মাদ্রিদ : করোনা প্রশমনে ইউরোপে ক্রমশ মডেল হয়ে উঠছে স্পেন। সংক্রমণে রাশ অনেক আগেই টেনেছে তারা। এবার করোনায় মৃত্যুতেও লাগাম দিল এই দেশ। ইউরোপে করোনা ছড়ানোর পর কিন্তু ইতালির পর সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় স্পেনে। শুরু হয় লকডাউন। স্পেনের রাস্তায় একটা মানুষেরও দেখা মিলছিল না। তারই হয়তো এবার সুফল পেতে শুরু করল স্পেন।
গত ২ দিনে স্পেনে করোনা একজনেরও প্রাণ কাড়তে পারেনি। যা রীতিমত উল্লেখযোগ্য। কারণ ১ মাস আগেও স্পেনের পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক ছিল। এখনও পর্যন্ত ২৭ হাজার ১৩৬ জন স্পেনে করোনায় প্রাণ হারিয়েছেন। গত রবিবার, সোমবারও এই একই অঙ্ক ছিল। ফলে স্পেনে গত ২ দিনে কোনও করোনায় মৃত্যু হয়নি। যা স্পেনের প্রশাসনকে স্বস্তি দিয়েছে।
স্পেনের সরকারি হিসাব বলছে গত ৭ দিনে স্পেনে ৫৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। গত ২ দিনে মৃত্যু নেই। ফলে তার আগের ৫ দিনে ৫৬ জন প্রাণ হারান। যারমধ্যে শুধু মাদ্রিদ শহরেই ২৩ জনের প্রাণ যায়। গত ৭ দিনে মাত্র ১২ জনকে করোনার কারণে আইসিইউ-তে ভর্তি করতে হয়েছে। স্পেনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৯ হাজার মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা