গুরুজন বা শুভাকাঙ্ক্ষীদের মুখে একটি কথা সাবধান বাণী হিসেবে শোনা যায়। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। তবে বার্সেলোনার এক অফিসকর্মী জিন পি-কে এই সাবধান বাক্য কেউ শুনিয়েছিলেন কিনা জানা নেই। এক রিটেল চেন কোম্পানিতে কর্মরত এই ভদ্রলোককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বড়ই সাংঘাতিক।
কাজপাগল এই ব্যক্তি নাকি নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি সময় কাজ করতেন, যা রীতিমতো ঐ কোম্পানির নিয়মবিরুদ্ধ। চাকরি হারিয়ে শেষমেশ আদালতের শরণাপন্ন হয়েছেন ঐ ব্যক্তি। ট্রাইব্যুনালের শুনানিতে কোম্পানি জানিয়েছে জিন পি এত আগে অফিস এসেছেন যে তাঁর উপস্থিতি রেকর্ডই হয়নি। তাঁকে অতীতে সাত তাড়াতাড়ি অফিসে এসে কাজ করা নিয়ে সতর্ক করাও হয়েছিল।
এদিকে বরখাস্ত কর্মীর আইনজীবী বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, তাঁর মক্কেল তো আদতে কোম্পানির ভালোর জন্যই অতিরিক্ত সময় কাজ করেছেন। তাই তাঁকে বরখাস্ত করাটা একেবারেই অনুচিত। এখন দেখার আদালত এ প্রসঙ্গে আদালত কী মত পোষণ করে।