মহিলাদের উর্ধ্বাঙ্গ না ঢেকে সাঁতার কাটার আহ্বান জানাল প্রশাসন
পুরুষদের মতই মহিলারা তাঁদের উর্ধ্বাঙ্গ অনাবৃত করে সুইমিং পুলে সাঁতার কাটুন। তা এই পরিস্থিতিতে বিশেষ কারণে জরুরি বলে মনে করছে একটি প্রশাসন।
পুরুষরা যখন সাঁতার কাটেন তখন তাঁদের নিম্নাঙ্গ ঢাকা থাকে। বুক নয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে নিম্নাঙ্গের পাশাপাশি উর্ধ্বাঙ্গও ঢাকা থাকে। এবার কিন্তু পুরুষদের মত মহিলাদেরও খোলা বুকেই সাঁতার কাটার আহ্বান জানাল একটি স্থানীয় প্রশাসন।
পুরুষরা যদি তাঁদের বুক না ঢেকেই সাঁতার কাটতে পারেন তাহলে মহিলারা নন কেন? এই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই উঠছিল। এমনকি কয়েকজন মহিলা সুইমিং পুলে অনাবৃত স্তনে সাঁতার কাটতে চাইলেও তাঁদের আটকানো হয়।
এবার কিন্তু স্পেনের ক্যাটালান স্থানীয় প্রশাসন মহিলাদের খোলা বুকেই সাঁতার কাটার পক্ষে রীতিমত প্রচার শুরু করেছে। প্রশাসনের দাবি, পুরুষদের মত মহিলাদেরও খোলা বুকে সাঁতার কাটার অধিকার সুনিশ্চিত হলে লিঙ্গ বৈষম্য দূর হবে। যে সুযোগ পুরুষরা পাচ্ছেন, মহিলারাই বা পাবেন না কেন!
স্পেনের যে কোনও সমুদ্রসৈকতে কিন্তু মহিলাদের খোলা বুকে কেবল নিম্নাঙ্গ ঢেকে ঘোরা বা স্নান করার অধিকার রয়েছে। তবে স্পেনের বিভিন্ন কোণায় ছড়িয়ে থাকা পুরসভার সুইমিং পুল বা বেসরকারি সুইমিং পুলে মহিলারা খোলা বুকে সাঁতার কাটতে পারবেন কিনা তা স্থির করার অধিকার সুইমিং পুল কর্তৃপক্ষের।
এখানে অনেক সুইমিং পুলেই মহিলাদের অনাবৃত বুকে সাঁতার কাটতে দেওয়া হয়না। তবে তা ঠিক নয় বলেই মনে করছে ক্যাটালান স্থানীয় প্রশাসন। লিঙ্গ বৈষম্য দূর করে সব মহিলাকে খোলা বুকে সাঁতার কাটার আহ্বান জানিয়েছে তারা।