হোটেলেই ঘটা ঘটনার জেরে আতান্তরে মহিলা, দেশে ফেরার পথ বন্ধ, টাকাও শেষের পথে
হোটেলে ঘটে ঘটনাটা। তার জেরে এখন ভিনদেশে আতান্তরে পড়েছেন এক মহিলা। দেশে ফেরার রাস্তাও বন্ধ হয়ে গেছে। এদিকে টাকাও প্রায় শেষের পথে।
তিনি স্পেনে গিয়েছিলেন বিজনেস ট্রিপে। স্পেনের মাদ্রিদের হিলটন হোটেলে তিনি আগেও উঠেছিলেন। স্পেনে তাঁর প্রথমবার যাওয়া নয়। তাই চেনা হোটেলেই এবারও ওঠেন।
তাঁর অভিযোগ মাদ্রিদের অন্যতম সেরা হোটেলের লবি দিয়ে যাওয়ার সময় তাঁকে এক ব্যক্তি এসে ধাক্কা মারে। তারপর তাঁর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। ওই ব্যাগেই অন্য কাগজপত্র সহ ছিল তাঁর পাসপোর্ট। সেটিও নিয়ে পালায় ওই চোর।
উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা জশমীত কউর নামে ওই ৪৯ বছর বয়স্কা মহিলার দাবি, হোটেলে বিষয়টি জানালেও তিনি সেখান থেকে কোনও সাহায্য পাননি। এরপর তিনি ওই হোটেলের কাছের একটি থানাতেও অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ এখনও কিছু করতে পারেনি।
চোরকে পাকড়াও করে উঠতে পারেনি মাদ্রিদের পুলিশ। ভারতীয় দূতাবাসে বারবার বিষয়টি জানিয়েও কোনও ফল হয়নি। পাসপোর্ট না থাকায় তিনি এখন ভারতেও ফিরতে পারছেন না।
এদিকে তাঁর কাছে যে টাকাকড়ি ছিল তাও শেষের পথে। ফলে আগামী দিনে তিনি কি করবেন জানা নেই। বিভিন্ন দরজায় কড়া নেড়েও কোনও সদুত্তর পাচ্ছেন না বলে দাবি করেছেন জশমীত কউর।
এখন তিনি যেভাবে হোক দেশে ফিরতে চান। কিন্তু পাশে পাচ্ছেন না কাউকে। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অনুরোধ করেছেন তিনি। তাঁরা যেন তাঁকে দেশে ফেরানোর বন্দোবস্ত করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা