রেস্তোরাঁয় খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি, ডাক্তার নয় পুলিশ ডাকল রেস্তোরাঁ
রেস্তোরাঁয় খাওয়াদাওয়া যা করার তিনি করেছিলেন। তারপরই তিনি অসুস্থ বোধ করেন। তাঁর এই অবস্থা দেখেও ডাক্তার না ডেকে পুলিশ ডাকলেন রেস্তোরাঁ কর্মীরা।
নিজের পছন্দমত অর্ডার দিয়েছিলেন তিনি। তারপর বেশ জমিয়ে সেই খাবার খানও। তখনও তাঁর কিছুই হয়নি। আর পাঁচজন গ্রাহকের মতই তিনিও রেস্তোরাঁর খাবার জমিয়ে উপভোগ করছিলেন। খাওয়া শেষ হওয়ার পর বিল দিয়ে যান ওয়েটার। কিন্তু বিল মেটানোর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তা দেখে যে কেউ চিকিৎসককে ডাকবেন। তিনি নিজেও রেস্তোরাঁ কর্মীদের চিকিৎসককে খবর দিতে বলেন। কিন্তু তাঁর অবস্থা দেখেও চিকিৎসককে খবর না দিয়ে উল্টে পুলিশ ডাকেন রেস্তোরাঁ কর্মীরা। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতারও করে।
আদপে প্রায় একই এলাকার অনেকগুলি রেস্তোরাঁয় এই কাণ্ড করে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি একের পর এক রেস্তোরাঁয় যাচ্ছিলেন। সেখানে খাওয়াদাওয়া করছিলেন। বিল দেওয়ার সময় এলেই তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন।
তখন তাঁকে সুস্থ করে তোলাই মূল লক্ষ্য হচ্ছিল। ওই অবস্থায় তাঁর কাছে বিলের টাকা চাওয়া সম্ভব হচ্ছিল না রেস্তোরাঁ কর্তৃপক্ষের। এভাবেই বিল ফাঁকি দিয়ে একের পর এক রেস্তোরাঁয় খেয়ে বেড়াচ্ছিলেন ওই বছর ৫০-এর ব্যক্তি।
তিনি যে এমনটা করছেন তা হয়তো জানতে পেরেছিলেন এই রেস্তোরাঁর কর্মীরা। তাই তাঁরা তৈরিই ছিলেন। বিল হাতে পাওয়ার পর এভাবে অসুস্থ হতেই তাই চিকিৎসক না ডেকে পুলিশে খবর দেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে স্পেনের কোস্টা ব্লাঙ্কাতে। ওই ব্যক্তি বিল এলেই হৃদরোগে আক্রান্ত হওয়ার অভিনয় করে এর আগে প্রায় ২০টি রেস্তোরাঁর বিল দেননি বলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনার কথা স্পেনের তো বটেই, এমনকি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।