প্রবল ঝড়ের সঙ্গে একটানা বৃষ্টি। ফলে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। বাড়ছিল জল। যা একসময়ে বন্যার পরিস্থিতি তৈরি করে। আর সেই বন্যার কবলে পড়ে মৃত্যু হল ৬ জনের। স্পেনের মালোরকা দ্বীপের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে প্রশাসনের পর্যন্ত কপালে ভাঁজ পড়েছে। দ্বীপের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি দুকূল ছাপিয়ে জনবসতিতে ঢুকে পড়েছে।
অন্যদিকে সড়ক বলে আর কিছু নেই। সেখান দিয়ে বইছে কাদাজল। জলের স্রোতে পড়লে যে কেউ ভেসে যাবেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে স্পেনের প্রধানমন্ত্রী নিজে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখে এসেছেন। দুর্গত মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজে সাহায্য করতে স্পেনের সেনাকে কাজে লাগানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা