২টি ট্রেন একই লাইনে একে অপরের দিকে ছুটে আসছিল। ২টি ট্রেনেরই গতি এতটাই ছিল যে তারা বিপদ বুঝে থাকলেও তাদের আর দাঁড়িয়ে পড়ার মত হাতে সময় ছিলনা। প্রত্যক্ষদর্শীরা এমনই জানিয়েছেন। ট্রেন ২টির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১টি ট্রেনের চালকের মৃত্যু হয়। ৯৫ জন জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে স্পেনের মানরেসা ও সান ভিনসেন দে কাসতেলে শহরের মাঝে। ২টি ট্রেনেরই ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কিছু বগি ক্ষতিগ্রস্ত। ঘটনাটি ঘটে স্পেনের সময় শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। এই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
রেল কর্তৃপক্ষের ধারণা এই দুর্ঘটনার পিছনে রয়েছে সিগনাল ব্যবস্থার ত্রুটি। তাঁদের ধারণা ম্যানুয়াল সিগনাল ব্যবস্থার জন্যই এই ঘটনা ঘটেছে। তবে এটা প্রাথমিক অনুমান মাত্র। পুরো ঘটনার তদন্ত হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা