স্পেনের রাজকন্যার প্রাণ নিল করোনা
ব্রিটেনের রাজপরিবারেও করোনার থাবা বসেছে। প্রিন্স চার্লস করোনা আক্রান্ত। সারা বিশ্বের কোনও স্তরের মানুষ রেহাই পাচ্ছেন না এই মারণ ভাইরাসের ছোবল থেকে।
ব্রিটেনের রাজপরিবারেও করোনার থাবা বসেছে। প্রিন্স চার্লস করোনা আক্রান্ত। সারা বিশ্বের কোনও স্তরের মানুষ রেহাই পাচ্ছেন না এই মারণ ভাইরাসের ছোবল থেকে। বিভিন্ন রাজপরিবারে এই ভাইরাস হানা দিলেও কারও মৃত্যু হয়নি এখনও। এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেল করোনায়। স্পেনের রাজকন্যা মারিয়া টেরেসা-র মৃত্যু হল করোনায়। স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ-এর তুতোবোন ছিলেন মারিয়া।
রাজকন্যা বললে স্বাভাবিকভাবে এক তরুণী বলে মনে হলেও রাজকন্যা মারিয়ার বয়স হয়েছিল ৮৬ বছর। গত শুক্রবারই তাঁর মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসে গত শনিবার। ব্রিটেনের একটি সংবাদপত্র এই তথ্য প্রকাশ করে। তবে তা করা হয় রাজকন্যা মারিয়ার ভাই তাঁর বোনের মৃত্যু সংবাদ সামনে আনার পর। ফলে স্পেনের রাজপরিবারে এখন শোকের ছায়া।
গোটা স্পেন জুড়েই এখন হাহাকার চলছে। একটা করে দিন কাটছে আর মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতালির পর করোনায় মৃত্যু মিছিলে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। রবিবার পর্যন্ত স্পেনে মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার পার করেছে। আক্রান্ত প্রায় ৭৯ হাজার। এখনও ১৪ হাজার ৭০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা