বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সংঘর্ষে লাগাম দিতে আগামী ১০ দিনের জন্য শ্রীলঙ্কায় জাতীয় জরুরি অবস্থা জারি করল শ্রীলঙ্কা সরকার। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই ২ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয় গত সোমবার। শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়, এই ঘটনা সামনে আসার পরই সেখানে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে ক্যান্ডিতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। সেখানে যাতে নতুন করে হিংসার কোনও ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। তবে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হলেও তার জন্য ত্রিদেশীয় সিরিজে কোনও সমস্যা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। খেলা হবে পূর্বসূচি মেনেই। ভারতীয় ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। মঙ্গলবারই তাদের শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।