প্রেসিডেন্টের বাড়িতে লুকোনো কোটি কোটি টাকার হদিশ, প্রেসিডেন্ট কোথায় কেউ জানেননা
তাঁর বাসভবনে সব বাধা ভেঙে ঢুকে পড়েন হাজার হাজার আমজনতা। প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে যেমন খুশি কাটান তাঁরা। তখনই মেলে কোটি কোটি টাকা।
দেশের প্রেসিডেন্টের বাসভবন বলে কথা! সে স্থান নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মোড়া থাকে। কিন্তু দেশের মানুষ যখন ঢেউয়ের মত আছড়ে পড়েন, তখন কোনও রক্ষাকবচই আর কাজ করেনা।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে সেভাবেই শুক্রবার ঢুকে পড়েছিলেন দেশের আমজনতা। সুরক্ষা বেষ্টনী ভেঙে তাঁরা বাড়ির ভিতরে ঢুকে সুইমিং পুলে স্নান করেন, কেউ রান্না ঘরে গিয়ে খাবার খেতে থাকেন, কেউ ঘরে ঘরে গিয়ে যথেষ্ট জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করেন।
এভাবেই কয়েকজন দেউলিয়া হয়ে যাওয়া দেশের প্রেসিডেন্টের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেন। সে টাকা অবশ্য তাঁরা পরে সরকারি দফতরে জমা করেন। তবে প্রেসিডেন্টের বাড়ি থেকে এত বিপুল পরিমাণ অর্থ মেলায় ক্ষোভ আরও বেড়েছে দেশের মানুষের।
যেখানে দেশের এই তলানিতে ঠেকা অর্থনৈতিক অবস্থা সেখানে প্রেসিডেন্টের বাড়িতে লুকোনো রয়েছে কোটি কোটি টাকা! এটা মেনে নিতে পারছেন না তাঁরা।
রাজাপক্ষের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা চেয়ে শুক্রবার তাঁর বাড়ির সামনে হাজার হাজার মানুষের জমায়েত হয়। অন্যদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের বাড়িতেও চড়াও হন ক্ষুব্ধ আমজনতা। প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেন তাঁরা।
প্রধানমন্ত্রী তারপরই পদ থেকে ইস্তফা দেন। তবে রাজাপক্ষে এখনও প্রেসিডেন্ট পদ ছাড়েননি। তিনি কোথায় লুকিয়ে আছেন তাও কারও জানা নেই। তবে তাঁর কলোম্বোর প্রাসাদ তছনছ করে দিয়েছেন দেশের সাধারণ মানুষ।