Let’s Go

রাবণের লঙ্কার প্রতিটি স্থান বাস্তবে রয়েছে, রামায়ণ ঘুরে দেখার সুযোগ হাতের মুঠোয়

রামায়ণের কাহিনি অনেকে কল্পনা বলে মনে করেন। কিন্তু রাবণের লঙ্কাও রয়েছে। সেখানে আলাদা করে প্রতিটি জায়গাও রয়েছে। ঘুরে দেখার সুযোগটা এবার অন্যরকম।

সীতাকে হরণ করে যে পথে লঙ্কায় পৌঁছেছিলেন রাবণ। যে গুহায় প্রথমে সীতাকে বন্দি করে রাখা হয়েছিল। পরে রাবণ তাঁর প্রাসাদেরই যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অশোকবনে সীতাকে এনে রেখেছিলেন।

হনুমানজি তাঁর লেজের আগুনে লঙ্কার যে অংশ জ্বালিয়ে দিয়েছিলেন। যে পথে ভগবান রাম লঙ্কা পৌঁছেছিলেন। রয়েছে রাবণের প্রাসাদও। সীতাকে উদ্ধার করতে জলের ওপর পাথর আর গাছ ফেলে যে সেতু বানরসেনা তৈরি করেছিল সেই রামসেতু।


রয়েছে বিশল্যকরণী বুঝতে না পেরে হিমালয় থেকে তুলে আনা আস্ত গন্ধমাদন পর্বত। যা হনুমানজি লক্ষ্মণকে বাঁচানোর জন্য নিয়ে এসেছিলেন। যেখানে রাবণের দিকে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন ভগবান রাম। সেই জায়গাও রয়েছে।

রাবণকে শেষ করার পর ভগবান রাম কিন্তু রাবণ যে মন্দিরে ভগবান শিবের পুজো করতেন, সেখানেই আরও একটি শিবলিঙ্গ স্থাপন করেন। সেটাও চোখে দেখার সুযোগ রয়েছে।


এমনই লঙ্কাপর্বের প্রতিটি স্থান ঘুরিয়ে দেখাচ্ছে শ্রীলঙ্কার বিমান সংস্থা। রামায়ণ ট্রেল নাম দিয়ে এভাবে প্রতিটি স্থানে পৌঁছে সেখানে দাঁড়িয়ে রামায়ণকে চোখে দেখার এক দারুণ সুযোগ তৈরি করেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

রামায়ণের কাহিনি সকলের জানা। প্রতিটি বর্ণনাও চেনা। সেইসব জায়গা যে সত্যিই চোখে দেখা যেতে পারে এটা অবশ্যই পর্যটকদের কাছে একটা দারুণ সুযোগ। আর সেখানেই ঘুরতে পারবেন তাঁরা।

যাঁরা শ্রীলঙ্কায় ঘুরতে যেতে চান তাঁরা রামায়ণের প্রতি ক্ষেত্রকে এভাবে ছুঁয়ে দেখা, চোখ ভরে চেয়ে দেখার সুযোগকে কাজে লাগাতে চাইবেন। রামায়ণ ট্রেল নিয়ে একটি ভিডিও শ্রীলঙ্কান এয়ারলাইন্স প্রকাশ করেছে। তারা কোথায় কোথায় নিয়ে যাবে তা ছবি দিয়ে তুলে ধরেছে বিমান সংস্থা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button