অবশেষে দুবাই থেকে শ্রীদেবীর দেহ নিয়ে মুম্বই ফেরার ছাড়পত্র পেল তাঁর পরিবার। বনি কাপুরের পাসপোর্টও ফেরত দিয়ে দিয়েছে দুবাই পুলিশ। ছাড়পত্রের কথা বনি কাপুর ও ভারতীয় দূতাবাসের কাছে জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন। ফলে আর দেশে ফেরা নিয়ে কোনও জটিলতার অবকাশ রইল না। শুধু বাকি পদ্ধতি। যেখানে দেহটি প্রথমে দীর্ঘক্ষণ ঠিক রাখার প্রক্রিয়া করা হবে। তারপর সেই সংরক্ষিত দেহ কফিনবন্দি অবস্থায় নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে। সেখানে নিয়ম পূরণ করে বিমানে দেহ ফিরবে মুম্বইতে।
বনি কাপুরের সঙ্গে সেখানে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। রয়েছেন তাঁর ছেলে অর্জুন কাপুর। অনেক টানাপোড়েনের পর অবশেষে শ্রীদেবীকে নিয়ে আসা হচ্ছে মুম্বই। সেখানে আমজনতার তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত থাকবে দেহ। তারপর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।