দুবাই পুলিশ প্রশাসন জানিয়ে দিয়েছে শ্রীদেবীর মৃত্যু তদন্ত বন্ধ করে দিল তারা। দেহ ফিরছে মুম্বই। সব তোড়জোড় সম্পূর্ণ। কিন্তু কিছু প্রশ্নের তো উত্তর মিললনা। এমনই মনে করছেন অনেকে। যে প্রশ্নগুলো গত ২৪ ঘণ্টায় ঘুরপাক খেয়েছে মিডিয়ায়। ঘুরপাক খেয়েছে মানুষের মনে সেসব প্রশ্নের কী হবে? একদিকে উঠে আসছে শ্রীদেবী মদ্যপান করতেন না। করলেও সামান্য। তেমন একজন নারী হঠাৎ এত মদ্যপান করলেন যে বাথরুমে টাল সামলাতে পারলেন না? দেড় ফুটের বাথটবে শ্রীদেবীর ৫ ফুট ৬ ইঞ্চির দেহ কিকরে ডুবে গেল? দেহে অ্যালকোহলের পরিমাণ কত ছিল? কেন তিনি নিজেকে হোটেলের ঘরে ৩ দিন বন্দি করে রেখেছিলেন?
শ্রীদেবীর মৃত্যুর সময় নিয়েও রয়েছে ধোঁয়াশা। বনি কাপুর নাকি প্রথম নিথর শ্রীদেবীকে বাথটবে পড়ে থাকতে দেখেন। তখন ছিল সন্ধে বেলা। কিন্তু মৃত্যু হয়েছে রিপোর্ট অনুযায়ী রাত ১০টা নাগাদ! কে প্রথম দেহ হোটেলের ঘরে দেখেন সেটাও পরিস্কার নয়। অনেক অনেক প্রশ্ন রয়ে গেল মানুষের মনে। তাঁর অনুরাগীদের মনে। যদিও পুলিশ জানিয়ে দিয়েছে মামলা ক্লোজড। এখন শ্রীদেবী ফিরছেন মুম্বই। শেষবারের মত তাঁর শহরে। তাঁর কর্মক্ষেত্রের মাটিতে। আগামী বুধবার তাঁর অন্ত্যেষ্টি। পঞ্চভূতে বিলীন হয়ে যাবেন অকালে মৃত ভারতের প্রথম মহিলা সুপারস্টার।