রাত সাড়ে ৯টায় শ্রীদেবীর দেহ নিয়ে চার্টার্ড বিমান মুম্বইয়ের মাটি ছোঁয়। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর, বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন কাপুর, ভাই সঞ্জয় কাপুর, বোন সহ পরিবারের কয়েকজন। অনিল আম্বানির ১৩ সিটের চার্টার্ড বিমানে শ্রীদেবীর কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় দুবাই থেকে। এদিকে মুম্বইতে নামার পর ঠিক ছিল বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়ি ‘ভাগ্য’তে।
গ্রিন করিডরেরও বন্দোবস্ত করে মুম্বই প্রশাসন। কিন্তু যে ৮ নম্বর গেট দিয়ে অ্যাম্বুলেন্সটি বার করার কথা ছিল সেখানে মিডিয়া ও সাধারণ মানুষের ভিড় জমে যাওয়ায় শেষ মুহুর্তে পরিকল্পনায় বদল করা হয়। অ্যাম্বুলেন্সে দেহ বিমানবন্দরের অন্য একটি গেট দিয়ে বার করে নিয়ে যাওয়া হয় রাত ১০টা ০৫ নাগাদ। আর ৮ নম্বর গেট দিয়ে প্রচুর পুলিশি বন্দোবস্তের মধ্যে একের পর এক গাড়িতে বেরিয়ে যান বনি কাপুর, অনিল কাপুর, অনিল আম্বানি সহ পরিবারের লোকজন।