মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী শ্রীদেবী। দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর ভাইপো মোহিত মারওয়ার বিয়ে উপলক্ষে পরিবারের সঙ্গে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই এদিন ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সময়টুকুও দেয়নি জীবন। নিভে যায় প্রদীপ। চলে যান ভারতীয় সিনেমায় নিজের একটা যুগ তৈরি করা শ্রীদেবী। শ্রীদেবীর পরিবারের তরফে জানানো হয়েছে বিয়ে কার্যত শেষ। তাই তাঁর পরিবারের অনেকেই ভারতে ফিরে এসেছিলেন আগেই। ছিলেন শ্রীদেবী, তাঁর স্বামী বলিউডের অন্যতম প্রযোজক বনি কাপুর ও তাঁদের ছোট মেয়ে খুশি। জাহ্নবী সিনেমা নিয়ে ব্যস্ত। তাই তিনি দুবাইতে ছিলেন না।
১৯৭৮ সালে বলিউডের আঙিনায় পা দেন শ্রীদেবী। ‘ষোলবা সাওয়ন’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু। তারপর একের পর এক হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। জিতেন্দ্রর সঙ্গে ‘হিম্মতওয়ালা’ দিয়ে বলিউডে সাফল্যের চূড়া ছোঁন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চাঁদনি’, ‘সদমা’, ‘তোফা’, ‘চালবাজ’, ‘লমহে’, একের পর এক হিট ছবি। সেই পর্দা কাঁপানো সুন্দরী চলে গেলেন অকালে। তাঁর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে আসে।