শ্রীদেবীর মৃত্যু তাঁর অসংখ্য অনুরাগীর হৃদয় ভেঙে দিয়েছে। তাঁর মৃত্যুর খবরে আমি মর্মাহত। মুনদ্রাম পিরাই, লমহে ও ইংলিশ ভিংলিশ সিনেমায় তাঁর অভিনয় অন্য অভিনেতা অভিনেত্রীদের ভাল অভিনয়ে উৎসাহ দেবে। তাঁর পরিবার ও পরিজনদের সমবেদনা জানাই। এদিন বলিউডের ডাকসাইটে অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর ট্যুইট করে এভাবেই শোকজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
অন্যদিকে বলিউডের এই তারকা অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, শ্রীদেবীর অকাল মৃত্যুতে তিনি শোকাহত। তিনি বলিউডের একজন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর দীর্ঘ কর্মজীবন দুরন্ত পারফরমেন্স ও অভিনয় বৈচিত্র্যে ভরপুর। তাঁর পরিবারের এই দুঃখের দিনে তিনি তাঁদের পাশে আছেন। শ্রীদেবীর আত্মা শান্তি পান।
এদিন শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলেই নয়, রাজনৈতিক নেতা থেকে সিনেমা জগতের মহারথী থেকে অন্যান্য ক্ষেত্রের মানুষ, সকলেই শ্রীদেবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।