দুই স্বদেশীয় সেমিফাইনালে মুখোমুখি। ফলে এটা পরিস্কার ছিল যে এদের মধ্যে ১ জনই ব্যাডমিন্টনের অন্যতম সেরা প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের মুখ দেখবেন। কিন্তু কে, সেটাই ছিল বড় প্রশ্ন। ধারে ভারে কিছুটা হলেও এগিয়ে থাকা কিদাম্বি প্রথম রাউন্ডে ১৪-২১-এ হারার পর কিন্তু অনেকেই মনে করছিলেন প্রণয় তাহলে এবার ফাইনালে। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান কিদাম্বি।
দুরন্ত পারফরমেন্সের জোরে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৯-এ জিতে খেলায় ফেরেন শ্রীকান্ত। পরের সেটে দুরন্ত খেলে ২১-১৮ পয়েন্টে প্রণয়কে হারিয়ে অবশেষে ফাইনালের টিকিট পাকা করে নেন তিনি।
এদিকে ভারতের মহিলা শাটলার সিন্ধু এদিন নিরাশ করেছেন। সেমিফাইনালে পৌঁছনো সিন্ধুকে এদিন কার্যত দাঁড়াতে দেননি জাপানি প্রতিদ্বন্দ্বী একানে ইয়ামাগুচি। ১৪-২১ ও ৯-২১–এ মাত্র ৩৭ মিনিটে সিন্ধুকে হারিয়ে দেন একানে।