পরপর ৪টি সুপার সিরিজ জয়ের নজির আজ পর্যন্ত কোনও ভারতীয় শাটলারের নেই। এই প্রথম ব্যাডমিন্টনে সেই বিরল রেকর্ডের অধিকারী হলেন শাটলার কিদাম্বি শ্রীকান্ত। এর আগে মাত্র একবছরে ৪টি বা তার বেশি সুপার সিরিজ জয়ের নজির রয়েছে মাত্র ৩ জন শাটলারের।
এদিন সহজেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল জেতেন কিদাম্বি। সেমিফাইনালে ভারতীয় আর এক শাটলার প্রণয়কে হারাতে রীতিমত হাড্ডাহাড্ডি লড়াই দিতে হয় তাঁকে। কিন্তু ফাইনালে অতটা শক্ত হল না জয়। প্রতিপক্ষ জাপানের কেন্তা নিশিমোতোকে ২১-১৪, ২১-১৩-তে হারিয়ে ট্রফি হাতে তোলেন কিদাম্বি।
কিদাম্বির দুরন্ত স্কিলের সামনে এদিন দাঁড়াতেই পারেননি জাপানি শাটলার। এর আগে এবছরই সিঙ্গাপুর সুপার সিরিজেও একবার মুখোমুখি হয়েছেন কিদাম্বি ও নিশিমোতো। প্রথম রাউন্ডেই দেখা হয়েছিল দুজনের। সেখানেও কিদাম্বি সহজ জয় পান।